ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ভাসানচরের রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস জাতিসংঘের 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৪, ২৪ মে ২০২২

Ekushey Television Ltd.

ভাসানচর রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির আশ্বাস দিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। মঙ্গলবার (২৪ মে) বিকেলে ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টারের পরিদর্শন শেষে তিনি এই আশ্বাস প্রদান করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়েরর একটি প্রতিনিধি দল সাথে ছিলো।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে আসা ৭ সদস্যের প্রতিনিধিদল ভাসানচর ত্যাগ করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বিভিন্ন ক্লাস্টারে ঘুরে রোহিঙ্গাদের সাথে কথা বলছেন ও রোহিঙ্গাদের খোঁজ খবর নিয়েছেন। এরপর রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির আশ্বাস প্রদান করেছেন। 

ভাসানচরের ক্যাম্প ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, হাই-কমিশনার নিজেই রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন। ভাসানচরকে ঘিরে সরকারের এমন পরিপাঠী ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। ওনার নেতৃত্বের প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে ভাসানচরে পৌঁছেছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি